পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওমর ফারুক শামীম, পর্তুগাল প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৫:৩৬ পিএম
  • মাহফিলে বেকারত্বসহ একাধিক সংকট নিরসনের উদ্যোগ, ঈদের পর বাস্তবায়ন  

বেকার প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের সহায়তা করা এবং বাংলাদেশিদের মালিকানাধীন প্রতিষ্ঠানে ঈদের ছুটি নিশ্চিত করার দাবিসহ প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের বার্তা নিয়ে পর্তুগালে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল। গত রোববার সন্ধ্যায় দেশটির রাজধানীর লিসবনের একটি অভিজাত রেষ্টুরেন্টে ‘পর্তুগাল বাংলা প্রেস ক্লাব’ এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মাহফিল থেকে জানানো হয়েছে, পর্তুগালে অসংখ্য বাংলাদেশি প্রবাসী বেকার অবস্থায় রয়েছেন। অনেকে কষ্টে দিনযাপন করছেন। কর্মক্ষেত্রে নির্দিষ্ট সুবিধাবঞ্চিত হচ্ছেন অনেকেই। এই সংকট সমাধানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ঈদের পর আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ ও সিনিয়র সহ-সভাপতি এফআই রনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুহিউদ্দীন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন জহিরুল ইসলাম।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ও বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাছলিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাজিদুল আলম সাজিদ, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল হক, সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, বিএনপির যুগ্ম আহবায়ক আজমল আহমদ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইন, নোয়াখালী অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুহিউদ্দীন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, রুবেল আহমদ, বেলায়াত হোসাইন, আরিফ রিগান ও ফয়জুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রিন সিলেট ট্রাভেলসের স্বত্বাধিকারী ব্যবসায়ী আব্দুল হাকিম মিনহাজ। তিনি বলেন, পর্তুগালে অনেক বাংলাদেশি প্রবাসী বেকার আছেন। এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উদ্যোগ গ্রহণ করলে অনেকের এই সংকট মোকাবিলা করা সম্ভব। সবার সঙ্গে আলোচনা করে একটি কার্যক্রম গ্রহণ করা হবে যেন অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কেউ ব্যবসা করতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। ঈদের পর আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিনে পর্তুগালে ছুটির ব্যবস্থা নেই। বাংলাদেশি ব্যবসায়ী মালিকদের কাছে তিনি অনুরোধ জানান, ঈদের দিন যেন তারা তাদের কর্মীদের ছুটি প্রদান করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ব্যক্তিরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অতীতে ব্যবসায়ীরা ব্যক্তিগতভাবে অনেক বাংলাদেশিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেও সামগ্রিকভাবে বাংলাদেশিদের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়নি। ইফতার মাহফিলের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ বিষয়টি সবার সামনে উপস্থাপন করায় অতিথিরা পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এবং গ্রিন সিলেট ট্রাভেলসকে ধন্যবাদ জানান। 

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি শিপলু আহমদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও যুবলীগ নেতা আহমেদ লিটন, যুবলীগ নেতা শাহীন আহমদ, বিএনপি নেতা মাসুম আহমদ, পর্তুগালের যুব সোসালিস্ট পার্টি নেতা আহমেদ কৌশিক প্রমুখ।