করোনায় আরও ৩ জনের মৃত্যু

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০৭:২৪ পিএম

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৭৫তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৯৮ জনে দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) পাঁচ হাজার ৭৪২টি পরীক্ষায় ৩৭৫ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। 

এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছয় দশমিক ৫৩ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

এর আগে গতকাল রোববার (২ আগস্ট) করোনায় ৩ জনের মৃত্যু হয়। এই সময়ে ৩৮৭ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৯৮ জন। মৃত্যুবরণকারী ৩ জনই পুরুষ বলে জানায় অধিদফতর।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৮ কোটি ৪৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ২৪ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৫ কোটি ৫০ লাখের বেশি মানুষ।


আমারসংবাদ/টিএইচ