ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২২, ১০:০৬ এএম
ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিসগড়ের রায়পুরের একটি বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডে এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি অবতরণের চেষ্টা করলে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দু্ই পাইলট। হেলিকপ্টারে আর কেউ ছিল না। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও তার শোক প্রকাশ করেছেন।  

এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সঠিক কারণ খুঁজে বের করার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এবং ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।