তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০২:৫৩ পিএম

তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রোববার (০৭ আগস্ট) শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এর মধ্যে তাইওয়ানের আকাশ ও সমুদ্রসীমায় নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীনের সামরিক বাহিনী। স্থানীয় সময় সোমবার (৮ আগস্ট) এ ঘোষণা দেওয়া হয়। যদিও চীনের এ সামরিক মহড়ার সময়সূচি শেষ হয়ে গেছে একদিন আগে।

এদিকে চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা ঘোষণা করেছে, পীত সাগরে মহড়া চলবে অগাস্টের ১৫ তারিখ পর্যন্ত। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই‌ সাগরে অগাস্টের সোমবার (৮ আগস্ট) থেকে এক মাস ধরে মহড়া চলবে।

গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাই্ওয়ান সফরকে ঘিরে সামরিক মহড়া চালায় চীন।  সূত্র: রয়টার্স

 

আমারসংবাদ/ টিএইচ