পশ্চিমবঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ১০:৫০ এএম

ভারতের পশ্চিমবঙ্গে আরো বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যটিতে ৯৪৪ জন বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এ সপ্তাহে পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট দুই হাজার ৭৯৮ জন।

স্বাস্থ্য দপ্তর সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজারের কাছাকাছি।

এ সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে দুই হাজার ৭৯৮ জন। গত সপ্তাহে সেই সংখ্যা ছিল এক হাজার ৮৫৪ জন।

আক্রান্তের সংখ্যা সর্বাধিক উত্তর ২৪ পরগনা জেলায়। 

এক সপ্তাহে সেই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬১৮ জন। তার পরেই রয়েছে হাওড়া জেলা। সেখানে আক্রান্ত ৪১৯ জন। হুগলিতে ডেঙ্গু আক্রান্ত ৩৫৬ জন। 

মুর্শিদাবাদে ২৯০ জন। জলপাইগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২১৪ জন। কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬৩ জন। সূত্র: আনন্দবাজার।

 

টিএইচ