আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভয়াবহ বোমা হামলা, নিহত ২০

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ১০:১৯ এএম

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছেন। এতে বহু হতাহত আশংকা করছেন দেশটির কর্মকর্তারা।

দেশটিরপুলিশের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  বুধবার বিকেলে দেশটির রাজধানী কাবুলে এই হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তালেবান এক কর্মকর্তার দাবি, নিহতের সংখ্যা অন্তত ২০ জন।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৪ টায় এ হামলা চালানো হয়। হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশের চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়।

মন্ত্রণালয়ের সামনে থাকা একজন গাড়ি চালক জানান, আমি এক ব্যক্তিকে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।

আইএসআইএস-কে টেলিগ্রামে জানায়, হামলায় নিহত ২০ জনের মধ্যে কূটনৈতিক কর্মকর্তারাও আছেন।

এদিকে এ হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করে হামলাকারীকে শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন কাবুল পুলিশ

এআরএস