সংখ্যালঘুদের ভোটে মোদির বিশেষ নজর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৪:১০ পিএম

ভারতে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নরেন্দ্র মোদি। আর এর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের ভোটে।

ভারতীয় দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী বৈঠকে সে লক্ষ্যও স্থির করে দিয়েছেন মোদি। আর তা বাস্তবায়নে মাঠে নামছে দলের সংখ্যালঘু মোর্চা।

মধ্যপ্রদেশের রায়পুরে মোর্চার কার্যনির্বাহী বৈঠক থেকে পরিকল্পনা চূড়ান্ত হতে পারে। 

মোদির নির্দেশনা সংখ্যালঘুদের বিজেপি সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলেছে। তা কাজে লাগাতে হবে।

এখনই সকলে ভোট দিয়ে দেবেন, এমন ভাবনা ভুল। তাই ভোটের কথা না ভেবে, জনসংযোগ গড়ে তুলতে হবে। সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে অবহিত করতে হবে।

এমন নির্দেশনা আসার পরই দেখা যায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেপ্তারের প্রতিবাদে পথে নামে বিজেপির সংখ্যালঘু মোর্চা। সারা দেশের সংখ্যালঘু অধ্যুষিত ৬০ আসনের ওপর বিশেষ নজর দিয়েছে বিজেপি।

এআরএস