মস্কো পৌঁছালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ০৫:৫০ পিএম

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২০ মার্চ) সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন চীনা প্রেসিডেন্ট।

[253019]

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে দেশ দুইটির প্রধানের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।

সূত্র বলছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তির বার্তার যে প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটিও আলোর মুখ দেখতে পারে শির এই সফরের মাধ্যমে।

এআরএস