নুরুল হক নুর

বিচার না হওয়া পর্যন্ত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:৪৪ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না। তারা এখন আওয়ামী লীগকে তোষণ করা শুরু করেছে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে উপদেষ্টা পরিষদ বেইমানি করেছে। তাই অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।”

অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, “অনেক দেরি হয়ে গেছে। গত ৯ মাসে যদি পদক্ষেপ নেওয়া হতো, তাহলে আওয়ামী লীগ আজ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারতো না। আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারলে তারা ফিরে এসে বিপ্লবীদের শিক্ষা দেবে।”

তিনি আরও বলেন, “ঐক্য না থাকলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

ইএইচ