৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৯:৩২ এএম

পেরুতে একটি বাস পাহাড়ি সড়ক থেকে গিরিখাতে পড়ে অন্তত ২৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রোববার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি সড়ক থেকে ৬৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি প্রায় ২০০ মিটার গভীরে পড়ে যায়।

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।

দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করেছে সেলেনডিন পৌরসভা।

এএফপি বলছে, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়ম-কানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

ইএইচ