এআই দিয়ে বানানো নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    প্রকাশিত: মে ৩, ২০২৫, ০৬:০২ পিএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) মাধ্যমে পোপের আদলে পোশাক ও মুকুট পরা ছবি বানিয়ে নিজের মালিকাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (২ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছবিতে দেখা যায়, ট্রাম্পের ডান হাতের আঙুল আকাশের দিকে ইশারা করছে। তিনি পোপের মতোই হুবহু পোশাক ও রাজকীয় প্রতীক পরে আছেন এবং বসে আছেন সিংহাসনে।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রয়াত ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নিজেকে দেখতে আগ্রহী বলে জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রসিকতার ছলে এমন আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন বলে জানানো হয়।

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। এখন নতুন পোপ কে হবেন এমন জল্পনার মধ্যেই গত সপ্তাহে পোপ হিসেবে কাকে দেখতে চান- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেন, আমিই পরবর্তী পোপ হতে চাইব। এটিই হবে আমার এক নম্বর পছন্দ। 

আরএস