বিক্রম মিশ্রি ও ইসহাক দার’ও জানালেন যুদ্ধবিরতিতে সম্মত দুই দেশে

আন্তর্জাতিক ডেস্ক    প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৭:৪২ পিএম

ভারত ও পাকিস্তান সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছেন দুই দেশের শীর্ষ  কূটনীতিকরা। আজ শনিবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একে অপরের ঘোষণাকে সমর্থন করে এই সিদ্ধান্তের কথা জানান।

নয়াদিল্লিতে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে যুদ্ধবিরতির বিষয়টি চূড়ান্ত করেন। আলোচনার ভিত্তিতে উভয় পক্ষ সিদ্ধান্ত নেয় যে, ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রপথে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।

তিনি জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নে উভয় দেশের সামরিক বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় জানান, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা চেয়েছে। তবে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করিনি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই চুক্তির খবর জানান। তিনি লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে তারা যে এই সিদ্ধান্তে এসেছে, সে জন্য উভয় দেশকে অভিনন্দন জানাই।”

পূর্ববর্তী উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “ভারত যদি থামে, আমরাও থামব। আমরা ধ্বংস বা সম্পদের অপচয় চাই না। দুই দেশের অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন হলেও শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের লক্ষ্য।”

এর আগে আজ ভোরে পাকিস্তান ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে এক সামরিক অভিযানে ভারতের ক্ষেপণাস্ত্র গুদামসহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়। ইসলামাবাদ জানিয়েছে, ভারতের মধ্যরাতের হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আরএস