কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী বিজয় শাহ

আন্তর্জাতিক ডেস্ক    প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৪:১৩ পিএম

ভারতের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযানে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশির ধর্ম পরিচয় নিয়ে কটাক্ষ করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশ রাজ্যসভার আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ রাজ্য সরকারে ক্ষমতাসীন আছে বিজেপি।

এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি দলের এক জনসভায় ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, “যারা হিন্দুদের মেরেছে এবং আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়ে বিধবা করেছে তাদের জাতেরই এক বোনকে আমরা প্রতিশোধ নিতে পাঠিয়েছি। এই জন্য মোদিজিকে সম্মান জানিয়ে আরও একবার হাততালি দিন।”

এর পরেই বাঁধে বিপত্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের কঠোর সমালোচনা ও নিন্দায় ছেয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। সবচেয়ে বেশি সমালোচনা এসেছে বিজেপিবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বিজয় শাহের পদত্যাগ দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় খাড়্গে বলেন, এ ধরনের মন্তব্য করার মাধ্যমে বিজয় শাহ ভারতের সেনাবাহিনী ও নারীদের অপমান করেছেন।

একই দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে আসীন তৃণমূল কংগ্রেসও। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে, “‘যখন আমাদের দেশের সেনা সীমান্ত রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে তখনই মধ্যপ্রদেশের এক মন্ত্রী কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে মন্তব্য করছেন। এই মন্তব্য দেশের গর্বিত সেনার অপমান। এটাই বিজেপির আসল চেহারা। সেনা কর্মকর্তাদের প্রতি অবমাননাকর মন্তব্য বরদাশত করা যায় না।”

ব্যাপক সমালোচনার ধাক্কায় অবশ্য টনক নড়েছে বিজয় শাহের। মঙ্গলবার রাতেই এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের বোন সোফিয়া ধর্ম ও জাতের ঊর্ধ্বে উঠে ভারতের জন্য সম্মান বয়ে এনেছেন। আমার নিজের বোনের চেয়েও তাকে আমি বেশি সম্মান করি এবং জাতিকে তিনি যে সেবা দিয়েছেন, সেজন্য আমি তাকে স্যালুট জানাই। তাকে অপমান করার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তারপরও যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন— আমি দশ বার ক্ষমা চাইতে প্রস্তুত আছি।” সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

আরএস