যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-সিরিয়া, মধ্যস্থতা করছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:১৯ পিএম

মার্কিন বিশেষ দূত টম ব্যারাক স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) জানিয়েছেন, ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই যুদ্ধবিরতিতে তুরস্ক, জর্ডান ও অন্যান্য প্রতিবেশী দেশগুলো সমর্থন দিয়েছে।

গত বুধবার (১৬ জুলাই) ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়। একই সময়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীকেও লক্ষ্যবস্তু বানায় ইসরায়েল। তাদের দাবি ছিল, এর মূল উদ্দেশ্য হলো সিরিয়ান দ্রুজদের রক্ষা করা। দ্রুজরা সিরিয়ার একটি ছোট কিন্তু প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী, যাদের অনুসারী লেবানন ও ইসরায়েলেও আছে। ইসরায়েল সিরিয়ার সরকারি বাহিনীর ওই এলাকা থেকে সরে যাওয়ারও দাবি জানায়।

টম ব্যারাক এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে লিখেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের তাদের অস্ত্র নামিয়ে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একসাথে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান পরিচয় গড়ে তোলার আহ্বান জানাই।

তবে, এই বিষয়ে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস ও কানাডায় সিরীয় কনস্যুলেট তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রায় এক সপ্তাহ ধরে সিরিয়ার বেদুইন যোদ্ধা ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে সিরিয়ার সুইদা প্রদেশ সহিংসতায় ডুবে ছিল।

শুক্রবার সকালে একজন ইসরায়েলি কর্মকর্তা জানান, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলের সোয়েদা এলাকায় আগামী দুদিনের জন্য সীমিত প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে।


সিরিয়ার রাষ্ট্রপতির কার্যালয় শুক্রবার গভীর রাতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলে সংঘর্ষ বন্ধ করতে তারা একটি বিশেষ বাহিনী পাঠাবে। এই বাহিনী রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার সাথে মিলেমিশে কাজ করবে, যাতে এলাকায় স্থিতিশীলতা ফিরে আসে ও আর সহিংসতা না হয়।

দামেস্ক এই সপ্তাহের শুরুতে লড়াই থামাতে সরকারি সেনা পাঠিয়েছিল। কিন্তু দ্রুজদের ওপর ব্যাপক নির্যাতনের অভিযোগ ওঠায় ও ইসরায়েলি হামলার মুখে পড়ার কারণে বুধবারের যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা এলাকা থেকে সরে আসে।

ইসরায়েল বারবার বলেছিল, তারা সিরিয়ার সৈন্যদের দেশের দক্ষিণে মোতায়েন করতে দেবে না। তবে শুক্রবার তারা জানিয়েছে, নতুন করে সংঘর্ষ বন্ধ করতে সিরিয়াকে একটি অল্প সময়ের জন্য অনুমতি দেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় চলমান অস্থিরতার কারণে ইসরায়েল আগামী ৪৮ ঘন্টার জন্য (সিরিয়ার) অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সোয়েদা জেলায় সীমিত প্রবেশাধিকার দিতে রাজি হয়েছে।

বিআরইউ