১৯ পদে লোক নেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২, ০৩:৩৬ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো। ১৯ পদে মোট ৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, নির্বাহী সহকারী, তদন্তকারী, সহকারী সম্পাদক, ফটোগ্রাফার, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ইউডিএ কাম একাউনটেন্ট, হিসাব সহকারী (ইউডিএ), সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অভ্যর্থনাকারী, টেলিফোন অপারেটর, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটেটর, গাড়িচালক, অফিস সহায়ক (এমএলএসএস), অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী (এমএলএসএস কাম- গার্ড)।

পদসংখ্যা: মোট ৪৯ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/ এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে (http://epb.teletalk.com.bd) এই ঠিকানায়।

আবেদনের শুরুর তারিখ: অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ২ অক্টোবর ২০২২ থেকে।

আবেদনের শেষ তারিখ: আবেদন জমাদানের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২ বিকেল ৫টা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন।

টিএইচ