আনিসের আত্মহত্যা, হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৫:৪৯ পিএম

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নিজের শরীরে আগুন দেওয়া ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ডা. নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে আসামি করে মামলা করেছেন গাজী আনিসের বড় ভাই।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শাহবাগ থানায় এ মামলা করেন বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার। 

ওসি বলেন, মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে ৷ মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গাজী আনিস পণ্য সরবরাহ করতেন ওই কোম্পানিতে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করেও টাকা উদ্ধার করতে না পেরে একপর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

আনিসের দেহের ৮০ শতাংশ পুড়ে যায় ৷ তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন ৷

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আনিসের মৃত্যু হয় ৷ ৫০ বছর বয়সি গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়, তিনি ঠিকাদারি ব্যবসায় যুক্ত ছিলেন এবং এক সময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন৷


আমারসংবাদ/টিএইচ