গার্ডার দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

নিহতদের প্রত্যেককে এক কোটি করে টাকা চেয়ে হাইকোর্টে রিট

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ১০:৪৯ এএম

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে ১২০ টন ওজনের গার্ডার চাপায় শিশু সহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় প্রত্যেককে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) আইনজীবী জাকারিয়া খানের পক্ষে শাহজাহান আকন্দ মাসুম এ রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এতে গত পাঁচ বছরে ফ্লাইওভারের নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য বিআরটি কী ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে তার একটি প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

এর আগে গত সোমবার রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে ১২০ টন ওজনের গার্ডার চাপায় শিশু সহ পাঁচজন নিহত হন। এর আগেও গত মাসে গাজীপুরে লঞ্চিং গার্ডারের চাপায় নিহত হয় প্রকল্পে নিয়োজিত এক নিরাপত্তাকর্মী।

এআই