বিএনপি নেতা আতাউর রহমান ঢালী

৯ মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই জামিন

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৩:৩৮ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যাসহ মোট ৯ মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার ( ৭ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এসব মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত সকল মামলায় জামিন মঞ্জুর করেন। 

এসব তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। তিনি বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় জনাব আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে মোট ৯ টি মামলা হয়। গতকাল পর্যন্ত পাঁচ মামলায় জামিন পান তিনি।  এর আগে নিম্ন আদালত থেকে দুইটি ও উচ্চ আদালত থেকে একটি মামলায় জামিন পেয়েছেন। এখন আর মুক্তি পেতে বাঁধা নেই।

গত ২১ নভেম্বর দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থেকে আতাউর ররহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। এরপর 
২৬ নভেম্বর তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন ঢালীর আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

বিআরইউ