প্রিয় মানুষের সঙ্গে বসন্ত উদযাপন করতে পারেন যেভাবে

সাহিদুল ইসলম ভুঁইয়া, ঢাকা প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৩:০১ পিএম

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে’

কলকাতার শিল্পী অনুপম রায়ের গানের মতো করে বসন্ত এসে গেছে। কোকিলের কুহু কুহু ডাকে প্রকৃতি সাজবে নতুন করে। প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে বসন্ত উদযাপন করতে পারেন যেভাবে।

ফুল: ঋতুরাজ বসন্ত আসে ফুলের সমাহার নিয়ে। বাহারি ফুলের ঘ্রাণ চারদিকে। প্রিয় মানুষটির হাতে তুলে দিতে পারেন বাহারি ফুল।

যেমন: গোলাপ, রজনীগন্ধা, বেলি, হাসনাহেনা, ডালিয়া।

শাড়ি ও চুড়ি: বসন্তের প্রিয় রঙ হলুদের সাজে সাজবে বাঙালি নারী। প্রিয় মানুষটিকে দিতে পারেন কোন হলুদ রাঙা শাড়ি। সঙ্গে দিতে পারেন রঙিন চুড়ি। বিভিন্ন ফ্যাশান হাউজে বাহারি সব সাজের শাড়ির পসরা বসে। কিনতে পারেন সেখান থেকেও।

পাঞ্জাবি: আপনার যদি থেকে থাকে কোন পুরুষ সঙ্গী। তাকে দিতে পারেন বাসন্তী পাঞ্জাবি। পাঞ্জাবি কিনতে পারেন বাঙালিয়ানা বিভিন্ন ফ্যাশান হাউজ থেকে।

ঘুরতে যাওয়া: উপহার কেবল কোন পণ্য হবে এমন হয়। ঘুরতে যাওয়াও এক ধরনের উপহার। প্রিয় মানুষকে নিয়ে রিকশায় শহরের অলিগলি ঘুরে বেড়াতে পারেন। সময় থাকলে যেতে পারেন ঢাকার অদূরেও।

খাবার: বসন্ত উপলক্ষে ভোজন রসিক বাঙালিয়ানা খাবারের রেস্টুরেন্টে প্রিয় মানুষটিকে নিয়ে কিছু সময় কাটিয়ে আসতে পারেন।

বইমেলা: বাঙালির প্রাণের মেলা বইমেলা প্রাঙ্গণে ঘুরে আসতে পারেন প্রিয় মানুষটির সঙ্গে। দিতে পারেন প্রিয় কোন বই উপহার।

সাহিদুল/ইলিয়াস