বইমেলায় উন্মোচিত হলো শেখ নাভিদের ‘রক্ত শিকারি’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:৩০ পিএম

অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচিত হলো তরুণ লেখক শেখ নাভিদ আঞ্জুমান পরাগের লোমহর্ষক ভুতের গল্প ‘রক্ত শিকারি’।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন কেন্দ্রে এ বইয়ের মোড়ক উন্মোচন হয়।

এ সময় নিজের প্রথম বই সম্পর্কে এ তরুণ লেখক পাঠকের উদ্দেশ্যে বলেন, আমার প্রথম বই ‍‍`রক্ত শিকারি‍‍` লোমহর্ষক ভুতের গল্প নিয়ে লেখা। বইটি আশা করি এবারের বই মেলাতে পাঠক প্রিয়তা অর্জন করবে। এবং বইটি পাওয়া যাবে "কাব‍্যকথা প্রকাশের" ২৩৩ নাম্বার স্টলে।

এ সময়ে উপস্থিত অন্যান্যরা লেখকের নতুন এ বইয়ের পাঠক সাড়া কামনা করেন এবং তার প্রকাশিত রক্ত শিকারি সক্ল পাঠকের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

কবি সৈয়েদা হাবিবার সঞ্চালনায় উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা শহিদুল হারুণ, আব্দুল মনসুর, কলেজ পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। চলচ্চিত্রের নবাগত নায়িকা শিমু বিশ্বাস, লেখক ও কবি ইঞ্জিনিয়ার  বি এম এরশাদ, কবি হুমায়ুন কবীর, সাবেক সচিব, কবি জামান আক্তার, বীর মুক্তিযোদ্ধা কবি জিয়াউর রহমান জিয়া, বীর মুক্তিযোদ্ধা কবি আজাদ, সাবেক সেনা কর্মকর্তা কাজী মনির, ডিপলেট কর্মকর্তা সৈয়দ জহিদ মাহমুদ, সৈয়দ জাহিদ মাহমুদ প্রমুখ।

কেএস