ফরিদপুরের সালথা উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীন।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, শিক্ষক আ. কাদের মিয়া, বাউল শিল্পী বাবু বলরাম সরকার, আনিচুর রহমান, কবি খন্দকার ফারজানা মুন্নি প্রমূখ।
আয়োজনের মধ্যে ছিল লেখক পাঠকদের পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা, স্ব-রচিত কবিতা পাঠ সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কবিসাহিত্যিকরা অংশ গ্রহণ করেন।
এসময় সালথা উপজেলা নির্বাহী অফিসারের পদন্নতি বদলী হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এআরএস