সৌদি পৌঁছলেন ৪০ হাজার ২০০ জন হজযাত্রী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০২:২৪ পিএম

চলতি বছর হজ পালন করতে ইতোমধ্যে  ৪০ হাজার ২০০ জন বাংলাদেশি পৌঁছে গেছেন সৌদি আরবে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৬ হাজার ৮১৫ জন।

রবিবার (২৬ জুন) দিবাগত রাত ২টায় হজ ব্যবস্থাপনা পোর্টালে দেওয়া বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য মতে, মোট ১১২টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি।

এদিকে, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। শেষ ফ্লাইট আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট। 

আমারসংবাদ/এবি