আজ রাজধানীর লোডশেডিং কোথায় কখন

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ১০:২৯ এএম
ছবি-সংগৃহীত

জ্বালানি তেলের খরচ সাশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রেখে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে মঙ্গলবার সকাল ১০টা থেকে। 

একই সময় লোডশেডিং শুরু করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)। কোন এলাকায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও প্রকাশ করছে সংস্থা দুইটি।

সেই অনুযায়ী বুধবার (২০ জুলাই) ডিপিডিসি ও ডেসকো কোথায়, কখন লোডশেডিং হবে- তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি দুইটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

তবে বুধবারের লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা এখনো ওয়েবসাইটে প্রকাশ করেনি বিদ্যুৎ বিতরণের অন্য চার কোম্পানি- নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকো।

আমারসংবাদ/এআই