স্বাধীনতাবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৮:৪৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা ও উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে আস্থা হারিয়ে বিএনপি-জামায়াত এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। জনগণ তাদের প্রত্যাখান করেছিল। এ দেশের জনগণ বিএনপি-জামায়াতকে চিনে ফেলেছে। তাই যড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়। এরপর ২০০৯ সালে সরকার গঠন করে। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা বলেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অযথা গুজবে কান দেবেন না। ব্যাংকে টাকার কোনও ঘাটতি নেই। উপার্জিত টাকা ঘরে রেখে বিপদ ডেকে আনবেন না। আমাদের বিনিয়োগ, রেমিটেন্স প্রবাহ এবং আমদানি-রফতানি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে। এ ছাড়া আমাদের রিজার্ভ নিয়ে অনেকেই নানা মনগড়া মন্তব্য করছেন। তিন মাসের আমদানি খরচ মেটানোর মতো রিজার্ভ থাকলেই চলে। বর্তমানে আমাদের পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা মজুদ আছে।

প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে সম্প্রচার করা হয়।

এবি