গভীর রাতে ঢাকায় নামছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ১১:৪৭ পিএম

চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ঢাকায় আসছেন। সোমবার দিবাগত রাতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য তিনি ঢাকায় অবতরণ করবেন। ঢাকায় যাত্রাবিরতির সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাতের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। 

 

সোমবার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা নতুন পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ঘণ্টাখানেকের জন্য গভীর রাতে যাত্রাবিরতি করবেন। এ সময় বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে।