ভালুকায় অন্তঃসত্তা গৃহবধূর উপর হামলার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ০৪:২০ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে এক অন্তঃসত্তা গৃহবধুর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগীর স্বামী।

অভিযোগকারি সোহেল তরফদার বলেন, আমি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আমিরাত স্পিনিং মিলে চাকরি করি, আমি বাড়িতে না থাকার কারণে প্রায় সময় ফাতেমা খাতুন, রাতুল তরফদার, রুকুনুজ্জান বুলবুল, রিমা আক্তার, লিটন, সুমন বিবাদীরা আমার পরিবারের উপর হামলা করে। গত ২৯ মার্চ বিবাদীরা আমি বাড়িতে না থাকার সুবাধে আমার সহধর্মীনিকে অকথ্য ভাষায় গালিগালাছ করে। আমি খবর পেয়ে বাড়িতে আসার পর বিবাদীরা আমি ও আমার অন্তঃসত্তা স্ত্রীর উপর হামলা চালায়, এতে আমার স্ত্রী গুরতর আহত হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে বিবাদীরা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসছে।

এ ব্যাপারে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তারা কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

আরএস