স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধভাবে নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত

রমজান উপল‌ক্ষে অবৈধভা‌বে যারা নিত‌্যপণ‌্য মজুত ক‌রে কৃ‌ত্রিম সংকট তৈরি ক‌রে, তা‌দের বিরু‌দ্ধে আরও ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে।

রাজধানীর মধুবা‌গে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপু‌রে শে‌রে বাংলা স্কুল অ্যান্ড ক‌লেজের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ও পুরস্কার বিতরণী অনু‌ষ্ঠা‌ন শেষে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবা‌বে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচ‌নকে সামনে রেখে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে যা যা করার দরকার তাই কর‌বে আইনশৃঙ্খলা বা‌হিনী।

এছাড়াও বিএনপির আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোল‌নের জন্য দল গু‌ছি‌য়ে বিএন‌পির লাভ নেই। মানুষ তা‌দের সা‌থে নেই। আন্দোলনের না‌মে বিএন‌পি য‌দি ২৮ অক্টোবরের ম‌তো নাশকতার চেষ্টা ক‌রে, তাহ‌লে তা‌দের কঠোর হ‌স্তে দমন করা হ‌বে।

আরএস