পথে পথে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৫, ০১:২৭ পিএম

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

কাতার আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) মঙ্গলবার (৬ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

খালেদা জিয়ার গাড়িবহর সকাল ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। কারও হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, অনেকেই আবার খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আসেন। 

এ ছাড়া নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এমন নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে, বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। রাস্তায় ভিড়ের কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে পুরো রুটজুড়ে।

প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতে করেই তিনি লন্ডনে যান। একইভাবে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।

বিআরইউ