ঢাকাসহ বিআরটিএর ৩৫ কার্যালয়ে দুদকের হানা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২৫, ০১:৪৫ পিএম

ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস সার্টিফিকেট প্রদানসহ নানা সেবায় দালালের মাধ্যমে ঘুষ লেনদেন ও অনিয়মের অভিযোগে ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) সকালে দুদকের প্রধান কার্যালয় এবং বিভিন্ন জেলা অফিসের সমন্বয়ে এসব বিআরটিএ অফিসে একযোগে অভিযান শুরু হয়। অভিযানে ইতোমধ্যে কয়েকটি কার্যালয়ে দালালের সরব উপস্থিতি ও নানা অনিয়ম হাতেনাতে ধরা পড়েছে বলে জানা গেছে।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বলেন, ‘সারা দেশের ৩৫টি বিআরটিএ অফিসে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

এর আগেও সরকারি সেবায় অনিয়ম রোধে একাধিক উদ্যোগ নিয়েছে দুদক। গত ২৯ এপ্রিল এলজিইডির ৩৬টি কার্যালয়ে এবং ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও ঘুষের অভিযোগে অভিযান চালানো হয়।

দুদক সূত্র জানায়, বিআরটিএ অফিসে সেবা গ্রহণে সাধারণ মানুষ দালালদের খপ্পরে পড়ে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত অর্থ গুনছেন। তাদের কাছ থেকে অনিয়মের নানান অভিযোগও আসছিল। এ প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব অভিযানের মাধ্যমে সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করাই লক্ষ্য।

বিআরইউ