ছেলে-শ্যালকসহ সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা ও ব্যক্তিগত সফরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ড. এ এম নওশাদ। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা হন।
সাবেক এই রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। ব্যাংককে তাঁর আগেও চিকিৎসার জন্য যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, কিশোরগঞ্জে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি এখনো প্রাথমিক তদন্তাধীন রয়েছে। তবে বিষয়টি নিয়ে তাঁর আইনজীবীদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আবদুল হামিদ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পরপর দুবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদ শেষ হয় ২০২৩ সালের এপ্রিলে।
বিআরইউ