‘জনতার মেয়র’ ইশরাক, ঈদে থাকবেন পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১১:৪৭ এএম

ঢাকা দক্ষিণের ‘ঘোষিত মেয়র’ ইশরাক হোসেন ঈদে পরিচ্ছন্নতা কাজে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। বললেন, শপথ নয়, দায়িত্বই মুখ্য।

নিজেকে ‘জনতার মেয়র’ আখ্যা দিয়ে আসা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। শুধু তা-ই নয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের কাজেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক লেখেন, ‘শপথ কেবল একটি আনুষ্ঠানিকতা। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ঈদের আগে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিশ্চিত করা। উত্তরের মেয়র না আসা পর্যন্ত সেখানকার দায়িত্ব পালনেও সহযোগিতা করব।’

তিনি জানান, দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করবেন এবং নিজেও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মাঠে থাকবেন।

২০২০ সালের নির্বাচনে পরাজিত হলেও নির্বাচন অনিয়মের অভিযোগ তুলে মামলা করেছিলেন ইশরাক। সেই মামলার রায়ে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। আদালত গেজেট প্রকাশের নির্দেশ দেয় ১০ দিনের মধ্যে। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

তবে এ গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হলেও আবেদনকারীদের পক্ষে বলা হচ্ছে, চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত শপথ নেওয়া যাবে না।

এরমধ্যেই ইশরাকপন্থীরা শপথ আদায়ের দাবিতে আন্দোলনে নেমেছে। বৃহস্পতিবার কাকরাইলে অবরোধ শেষে তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

বিআরইউ