সামাজিক মাধ্যমে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩ মে) দুপুরে বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি সচেতনতামূলক পোস্টে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, ‘একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি ও প্রচার করছে, যা জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির অপচেষ্টা চলছে।’
সেনাবাহিনীর ভাষ্য, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’
পোস্টের সঙ্গে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির স্ক্রিনশটও যুক্ত করা হয়, যাতে বিভ্রান্তি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়।
বিআরইউ