দেশ সংকটে, রুমিন ফারহানা সিনেমা হলে!

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১৩, ২০২২, ০৫:৪৩ পিএম

দেশে যখন সাধারণ নাগরিকদের উপর মূল্যস্ফীতির চাপ, জ্বালানি তেল ও বিদ্যুতের সংকট, রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির নেতা কর্মীরা সময় কাটাচ্ছেন রাজপথে, ঠিক সে সময় সিনেমা হলে বসে সময় কাটাচ্ছেন নারী আসন-৫০ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা।  

শুক্রবার দুপুর দুইটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ‘হাওয়া’ সিনেমার প্রশংসা করে একটি স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানা।

তিনি লিখেছেন, ‘হাওয়া’ দেখতে গিয়ে প্রতি মুহূর্ত মনে হয়েছে এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি, বিশেষ করে চঞ্চল চৌধুরী। মেকিংও দারুণ। তবে কাহিনির শেষটা মনে পড়িয়ে দিয়েছে ছোটবেলায় দেখা ‘হীরামনের’ কথা।  

এদিকে ‘হাওয়া’ সিনেমায় বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা সিনেমাটি দেখার পর এর সত্যতাও পেয়েছেন।

তার এই সিনেমা দেখা নিয়ে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

ইএফ