বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, প্রভু নেই : কাদের

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৪:০৮ পিএম

‘বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থে প্রতিবেশীর (ভারত) সঙ্গে সুসম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়েছে। তাই, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তারা নানান অপপ্রচারে লিপ্ত।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনও ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয় না। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই। বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ক্ষমতায় কে থাকবে সেটা নির্ভর করে দেশের জনগণের ওপর। জনগণই আমাদের আস্থার ঠিকানা এবং ক্ষমতার উৎস।

কাদের বলেন, আওয়ামী লীগ দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। জনকল্যাণই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। সে কারণেই জনগণ শেখ হাসিনা সরকারের ওপর খুশি।

জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এবি