নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক পাহারার নির্দেশ কাদেরের

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৪:৪১ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় সতর্ক পাহারার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে কাদের বলেন, আপনি কবে দলের মহাসচিব হলেন,আর কবেই বা আপনাদের সম্মেলন হলো? কতদিন ধরে মহাসচিব আছেন একটু বলবেন।

এ সময় কাদের বলেন, যে দলের মধ্যে নিজেদেরই গণতন্ত্র নেই তারা দেশের মধ্যে কিভাবে গণতন্ত্রের চর্চা করবে? বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে অবৈধভাবে ক্ষমতায় আসতে চেয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির আগামী প্রোগ্রামে আওয়ামী লীগ মাঠে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোন পাল্টা কর্মসূচি দেয় না, নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিনই কর্মসূচি থাকবে, এছাড়াও প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সফিউল আলম চৌধুরীর নাফেল, অসিম কুমার উকিল সহ ময়মনসিংহ বিভাগের সংসদ সদস্যবৃন্দ।

এসবি / এবি