বৃহস্পতিবার আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৮:০৩ পিএম

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সভায় যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বার্তায় এতথ্য জানানো হয়।

আরএস