প্রশাসন বিএনপি নেতাকর্মীদের আটক করে বাণিজ্য করছে: রিজভী

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৬:১২ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

প্রশাসন বিএনপি নেতাকর্মীদের আটক করে বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের না পেয়ে আত্মীয় স্বজনদের আটক করে নিয়ে যাচ্ছে। যা চরম মানবাধিকার লঙ্গন। সংবিধান ও মৌলিক অধিকারের কিছুই তোয়াক্কা করছে না। শিশু ও নারীরা এমন ভয়ঙ্কর অভিযান থেকে ভয় পাচ্ছে বলেও যোগ করেন তিনি। যারা প্রশাসনকে খুশি করে টাকা দিতে পারছে তাদের কাউকে কাউকে ছেড়েও দেয়া হচ্ছে। আর যারা অসহায় তাদের আটক করে নির্যাতন চালানো হচ্ছে।

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে এমন অভিযানের নির্দেশদাতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেও অবিযোগ করে তিনি।

আজ শনিবার (১৮ নভেম্বর) বিকেল পাঁচটায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

৪৮ ঘণ্টার হরতাল পালনে দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার এবং দেশের নাগরিকদের সহযোগিতা করার জন্যও আহ্বান করেন তিনি।

এআরএস