আ.লীগকে ২২ শর্তে শান্তি ও গণতন্ত্র সমাবেশের অনুমতি ডিএমপির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ০৯:১৪ পিএম

শর্তসাপেক্ষে শান্তি ও গণতন্ত্র সমাবেশ আয়োজনের অনুমতি পেয়েছে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ। ২২টি শর্ত উল্লেখপূর্বক অনুমতি প্রদান করে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগকে চিঠি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি।

এর আগে গত সোমবার সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের দপ্তরে চিঠি দেন সংগঠনটির মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। অনুমতি প্রাপ্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি।

এর আগে অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের দপ্তরে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, শনিবার (২৭ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

এইচআর