সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আকস্মিক দেশত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা ও বিচারপ্রক্রিয়ার গতি নিয়ে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত লেখেন, ‘এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে?’
তিনি আরও বলেন, ‘খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন পায়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাসায় গিয়ে পাসপোর্ট দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল জানুয়ারিতে, এখন মে মাসেও শুরু হয়নি। অথচ আপনারা বলেন, আওয়ামী লীগের বিচার হবে?’
এদিকে বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আবদুল হামিদ। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্র জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তাঁর ছেলে ও শ্যালকও ছিলেন।
আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলার তথ্য রয়েছে। কিশোরগঞ্জ সদর থানায় গত ১৪ জানুয়ারি এ মামলা দায়ের করা হয়।
তাঁর এমন হঠাৎ দেশত্যাগ এবং বিচারপ্রক্রিয়ার স্থবিরতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
হাসনাত আবদুল্লাহর বক্তব্যের পর এই ইন্টারিম সরকারের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।
বিআরইউ