প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
শনিবার রাত ৮টার কিছু পরে প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
জামায়াতের পর ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
রাজনৈতিক অঙ্গনে চলমান সংলাপ ও সমঝোতার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইএইচ