‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার কিছু পরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে আগত নেতাকর্মীদের জন্য শহিদ মিনার প্রাঙ্গণে লাল কার্পেট বিছানো হয়েছে।
এছাড়া একাধিক বড় ডিজিটাল পর্দায় প্রদর্শিত হচ্ছে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র ও ঘটনাপ্রবাহ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’।
ইশতেহারে নতুন রাষ্ট্র গঠনের নানা দিক তুলে ধরা হবে, যার মধ্যে থাকবে পররাষ্ট্রনীতি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, অর্থনৈতিক কাঠামোর রূপান্তর, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা, প্রবাসীকল্যাণ, নগরায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনার প্রস্তাব।
দলীয় সূত্র জানিয়েছে, এই ইশতেহারকে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী রূপরেখা হিসেবেই দেখা হচ্ছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এনসিপি তাদের রাজনৈতিক দর্শন, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে ২৪টি বিষয়ের ওপর ভিত্তি করে এই ইশতেহার তৈরি করেছে।
এর আগে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে শহীদ মিনারে জড়ো হন দলের নেতাকর্মীরা। চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর ও নোয়াখালী থেকে আগত কর্মীদের ছবি দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
এই সমাবেশকে ঘিরে আগেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে গত ২ আগস্ট এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন যে, নতুন বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো ও দিকনির্দেশনা তুলে ধরতেই এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ইএইচ