নাটোরে হজ প্রশিক্ষণ শুরু

নাটোর প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৫:৫৯ পিএম

নাটোরে তিন দিনব্যাপি হজ প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল ১০টায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত হতে পারবেন। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে হজ গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ পালনে সক্ষম হবেন।

উল্লেখ্য, নাটোর জেলা থেকে চলতি বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ গমনে নিবন্ধিত প্রায় দেড় হাজার ব্যক্তি এ প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

এআরএস