দৈনন্দিন জীবনে ইসলাম–মুসলমানের পূর্ণাঙ্গ জীবনবিধান

ধর্ম ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:০৪ পিএম

দৈনন্দিন জীবনে ইসলাম শুধু একটি কিতাব নয়, বরং মুসলমানের জীবনকে আলোকিত করার অমূল্য দিশারী। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত এই কিতাব প্রতিটি পরিবারের সংগ্রহে থাকা উচিত। কারণ, এতে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের প্রতিটি কাজকে ইসলামী নির্দেশনার আলোকে সাজানোর শিক্ষা দেওয়া হয়েছে।

কিতাবটিতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে—কীভাবে নামাজ, দোয়া, সুন্নাহ ও নৈতিক আচরণকে জীবনের অংশ করা যায়। 

একজন মুসলিম ঘুম থেকে ওঠা, খাওয়া-দাওয়া, পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, পারিবারিক ও সামাজিক জীবন—সবকিছু ইসলামের নিয়ম অনুযায়ী কীভাবে পরিচালনা করবে, তা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তাই দৈনন্দিন জীবনে ইসলাম এক কথায় মুসলমানের পূর্ণাঙ্গ জীবনবিধান।

আমরা অনেক সময় ইসলামের মৌলিক শিক্ষা জানি না, আবার জানলেও পালন করি না। অথচ ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা দিয়েছে। এই কিতাব সেই দিকনির্দেশনাকে সহজ ভাষায় তুলে ধরেছে, যা ছোট-বড় সবাই সহজেই বুঝতে ও আমল করতে পারবে। এজন্য দৈনন্দিন জীবনে ইসলাম শুধু পড়ার জন্য নয়, বরং আমল করার জন্যও একটি অবশ্যপাঠ্য কিতাব।

আজকের ব্যস্ত জীবনে ইসলামী আদর্শ ভুলে যাওয়া খুব সহজ। কিন্তু যে ঘরে দৈনন্দিন জীবনে ইসলাম থাকবে, সেই ঘর হবে শান্তির নীড়। পরিবারের প্রতিটি সদস্য যদি এ কিতাব থেকে শিক্ষা নেয়, তবে তাদের জীবন হবে সুন্দর, শান্তিপূর্ণ ও সফল।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কিতাবের প্রতি মানুষের আস্থা সবসময়ই দৃঢ়। তাই নির্ভয়ে বলা যায়, দৈনন্দিন জীবনে ইসলাম একটি প্রামাণ্য, নির্ভরযোগ্য ও অরিজিনাল কিতাব। ইসলামী জীবন গড়তে চাইলে আপনার বইয়ের তাক থেকে কখনোই বাদ দেওয়া উচিত নয় এ গ্রন্থটি।

এই গ্রন্থটি এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে সংগ্রহ করার সুযোগ রয়েছে। বিশ্বস্ত ইসলামী অনলাইন বুকশপ ইসলামিক বণিক ডটকম-এ বইটি অর্ডার করা যাবে। ওয়েবসাইট: www.islamicbonik.com।

একইসাথে বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে এই নম্বরে: ০১৭১৯-৩০১৮২৭। এ ছাড়া ইউটিউবে এই মোবাইল নম্বর দিয়ে সার্চ করলেও ইসলামী বইয়ের বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

ইএইচ