যেভাবে মোবাইলের হটস্পট দিয়ে স্মার্ট টিভি দেখবেন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০৫:০২ পিএম

ওয়াইফাই দিয়ে স্মার্ট টিভিতে দেখা যায় পছন্দের সিনেমা, টিভি শো ও ভিডিও। শোনা যায় গান। তবে ওয়াইফাই না থাকলে নির্ভর করতে হয় মোবাইলের ইন্টারনেটে। স্মার্টফোনের হটস্পট ব্যবহার করে ইন্টারনেট যুক্ত করা যায় স্মার্ট টিভিতে।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গ্যাজেটস নাও বলছে, স্মার্টফোনের হটস্পট ব্যবহার করে সহজেই স্মার্ট টিভিতে দেখা যায় পছন্দের সিনেমা, টিভি শো ও ভিডিও। এ জন্য প্রথমে মোবাইলে রাখতে হবে ইন্টারনেট। সেই ইন্টারনেটও চালু রাখা বাধ্যতামূলক। তবে টিভি থেকে বেশি দূরে রাখা যাবে না ফোন।

এরপর যে প্রক্রিয়া অনুসরণ করবেন:

  • চালু করতে হবে স্মার্ট টিভি
  • স্মার্ট টিভির সেটিং অপশনে যান
  • সেখানে থাকা নেটওয়ার্ক সেটিংয়ে ক্লিক করুন
  • অনেক টিভিতে এর নাম থাকতে পারে ইন্টারনেট সেটিং বা ওয়াইফাই সেটিং
  • নতুন নেটওয়ার্ক সার্চ করুন
  • সেখানে আপনার ফোনের নাম শো করবে
  • সেই নামে ক্লিক করুন
  • পাসওয়ার্ড চাইলে সেটি দিতে হবে
  • এরপর চেক করে দেখুন টিভিতে ইন্টারনেট কাজ করছে কিনা

অনেক টিভিতে হটস্পট কাজ করে না কেন?

এর প্রধান কারণ হতে পারে মোবাইল দূরে রাখা। এ ছাড়া টিভিতে এই ফিচার যুক্ত নাও থাকতে পারে। এ জন্য আগে মোবাইলের হটস্পট কাজ করছে কিনা তা যাচাই করে দেখুন। অন্য কোনো ডিভাইস হটস্পটে যুক্ত করার মাধ্যমে এটি যাচাই করতে পারেন। পরে দেখুন টিভিতে এই ফিচার আছে কিনা।

মোবাইলে থাকা ইন্টারনেট শেষ হয়ে গেলেও এটি কাজ করবে না। এ ছাড়া ইন্টারনেট স্পিড টেস্ট করেও যাচাই করতে পারেন কেন কাজ করছে না।

আরএস