সবচেয়ে ব্যয়বহুল হজের সফর হচ্ছে এ বছর: শায়খ আহমাদুল্লাহ

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: মে ২৭, ২০২২, ১২:১১ এএম

দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ বলেছেন, স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল হজের সফর হচ্ছে এ বছর। 

বৃহস্পতিবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।  

তিনি বলেন, করোনায় নাকাল এবং দুই বছর যাবত হজ করতে না পারা বিশ্ববাসীর জন্য এ বছর হজ তুলনামূলক সহজ করার কথা ছিল। সৌদি মুআল্লিম ফি প্রায় তিনগুণেরও বেশি বৃদ্ধি করা, সৌদি আরবের সকল সার্ভিসের উপর ১৫ পার্সেন্ট ভ্যাটযুক্ত করা এবং বরাবরের মতো থার্ড কেরিয়ারকে যাত্রী পরিবহনের অনুমতি না দিয়ে একচ্ছত্রভাবে বিপুল বিমান ভাড়া আরোপ করা কোনোভাবেই কাম্য ছিল না। এর উপর রিয়ালের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় খরচ আরো বেড়েছে।

তিনি আরও বলেন, হে আল্লাহ! তোমার মেহমানদের হজের সফর সহজ করো। সংশ্লিষ্টদের সুমতি দাও। সবাইকে বাইতুল্লাহর ছায়ায় বার বার যাওয়ার সামর্থ দান করো।