কাতার বিশ্বকাপ

বিশ্বকাপের ম্যাচে প্রথম বাঁশি বাজাবেন যিনি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২, ০৩:৩৬ পিএম

রাত পোহালেই বাজবে কাতার বিশ্বকাপের বাঁশি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত’ ফিফা বিশ্বকাপের এবারের আসরের প্রথম বাঁশি বাজাবেন কে- এ নিয়ে আগ্রহ সবার। কাতার-ইকুয়েডর মধ্যকার উদ্বোধনী ম্যাচের রেফারি হিসেবে থাকছেন ইতালিয়ান রেফারি দানিয়েল ওরসাতো। তার বাঁশির আওয়াজেই শুরু হবে এবারের বিশ্বকাপের ম্যাচ।

জানা যায়, দানিয়েলের সহকারী হিসেবে থাকবেন সিরো কারবোন ও আলেসান্দ্রো গিয়াল্লাতিনি। তাছাড়া ভিএআরের দায়িত্বে মাসিমিলিয়ানো ইরাতি। দানিয়েলের মতো তারা সবাই ইতালির নাগরিক।

২০১০ সালে ফিফা রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন ৪৬ বছর বয়সি দানিয়েল। ইউরোপে বেশ অভিজ্ঞ একজন রেফারি তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে কাজ করেছেন তিনি। 

তবে কোনো ম্যাচেই মূল রেফারি হিসেবে মাঠে নামার সৌভাগ্য হয়নি দানিয়েলের। যদিও এরপরই ঘুরতে থাকে দানিয়েলের ভাগ্যের চাকা।

উল্লেখ্য, ৩২ দলের অংশগ্রহণে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারই নামবে মাঠে। শনিবার বিশ্বকাপের প্রথম দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। দুদল মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

টিএইচ