মিরপুরে ম্যাচ চলাকালীন হটাৎ ফ্লাডলাইটে আগুন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৫:১৪ পিএম

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেই ম্যাচ চলাকালীন সময়েই হঠাৎ করেই ফ্লাডলাইটে আগুন ধরার ঘটনা ঘটে। যদিও মাত্র কয়েক মিনিট স্থায়ী থাকা সেই আগুন খেলায় কোনো প্রভাব ফেলেনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে ফ্লাডলাইটে আগুন ধরার পর ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে সেই ফ্লাডলাইটে আলোও জ্বলতে দেখা যাচ্ছে। সন্ধ্যা নামতে এখনো দেরি থাকলেও মেঘলা আকাশের নিচে ফ্লাডলাইট জ্বালানো হয়েছে। তবে এখন পর্যন্ত বৃষ্টি বাগড়া দেয়নি।

এর আগে, গত ১৪ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন চলার সময়ই হঠাৎই আগুন ধরেছিল ফ্লাডলাইটের একটি অংশে। আজ আবার দেখা গেল তেমন ঘটনা। অবশ্য এখন ঠিকঠাকই জ্বলছে সেই ফ্লাডলাইট।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১৭৯ রান। দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬৮ রান করেন উইকেটকিপার ব্যাটার টম ব্লান্ডেল।

এদিন বাংলাদেশের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে, উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের বদলে নেওয়া হয়েছে খালেদ আহমেদকে।

বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ ২টি করে উইকেট পান। এছারা হাসান মাহমুদ ও স্পিনার শেখ মাহেদি নেন ১টি করে উইকেট।

আরএস