ভুটানে মাঠে নেমেই ম্যাচসেরা কৃষ্ণা, ৮-০ গোলে জিতলো দল

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৮:০৪ পিএম

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে বাংলাদেশের নারী ফুটবলাররা দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। ১০ মে মারিয়া-সানজিদাদের থিম্পু সিটি জিতেছিল ১০ জন নিয়ে। গোল ছিল মারিয়া মান্দার। সোমবার খেলা ছিল কৃষ্ণা-মাসুরাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের।

কৃষ্ণা, মাসুরা ও রূপনাদের দল ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ জিএজি অনূর্ধ্ব-১৭ দলকে। বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার করেছেন জোড়া গোল। কেবল গোল করেই নন, কৃষ্ণা দুর্দান্ত খেলে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

ম্যাচের পর থিম্পু থেকে কৃষ্ণা রানী সরকার বলেছেন, ‘আমি ও রুপনা শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছি। মাসুরা পারভীন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছি। এজন্য ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আমরা বড় ব্যবধানে জিতেছি। সতীর্থরা আমাকে মাঠে অনেক সহযোগিতা করেছে।’

কৃষ্ণাদের পরের ম্যাচ মাসখানেক পর। এই সময় দেশে ফিরবেন কিনা? জানতে চাইলে কৃষ্ণা বলেন, ‘সামনে জাতীয় ফুটবল দলের জর্ডান সফর আছে। ডাক পেলে অবশ্যই ফিরেবো।’

ভুটানের এই লিগে পারো এফসিতে খেলবেন সাবিনা, সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণা চাকমা। তাদের ম্যাচ ১৫ মে সামস্তে উইমেন্স ক্লাবের বিপক্ষে।

আরএস