সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোর সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:২৯ পিএম

পেনাল্টি থেকে দুইবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্পেন। কিন্তু গোলের খরায় ভুগলেও জয়ের পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেটি। মেয়েদের ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে ইউরো ২০২৫–এর সেমিফাইনালে উঠে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত এই কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল স্পেনের। বল দখল হোক কিংবা আক্রমণের ধার—দুই দিক থেকেই সুইসদের চাপে রাখে তারা। তবে ম্যাচের শুরুর দিকেই পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন মারিওনা কালদেনতে। এর পরেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্পেন।

দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। বিরতির পর মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের দখলে নেয় স্পেন। ৬৬ মিনিটে অ্যাথেনা দেল কাসতিল্লোর গোলে এগিয়ে যায় তারা। আর ৭১ মিনিটে ক্লাউদিয়া পিনা ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত এক ফিনিশে।

শেষদিকে স্পেন পায় আরেকটি পেনাল্টি। কিন্তু এবারও ব্যর্থতা। ৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস গোল করতে পারেননি। তবে তার সেই মিস দলের জয় থামাতে পারেনি।

এটাই মেয়েদের ইউরোতে স্পেনের প্রথম নকআউট জয়। এর আগে ২০১৩, ২০১৭ ও ২০২২ ইউরোয় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। ১৯৯৭ সালে সরাসরি সেমিফাইনালে খেললেও সেবারও জয়ের মুখ দেখেনি স্প্যানিশরা।

এবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স ও জার্মানির মধ্যকার বিজয়ী দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার, জুরিখে। আর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি। 

বিআরইউ