গুণগত লেখাপড়ার বিকল্প নেই

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩, ০১:০২ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় বই উৎসবে হাশেম রেজা

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার দামুড়হুদার কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব দিবস উদযাপিত ও বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ দিবস-২০২৩ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। 

বই বিতরণের আগে আলোচনায় প্রধান অতিথি কুড়ুলগাছির কৃতী সন্তান হাশেম রেজা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই পদক্ষেপের অংশ হিসেবে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। 

কারণ বাঙালি জাতিকে শিক্ষিত, সচেতন ও কর্মঠ করে গড়ে তুলতে হলে গুণগত মানসম্পন্ন লেখাপড়ার বিকল্প নেই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সব সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা।

এ বছর বই উৎসবে সারা দেশে চার কোটি ৯ লাখ ১৫ হাজার ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৩ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮৩৩টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।